রোববার (০১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির ক্যাম্পেনিয়াস শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
দেশটির সাও পাওলো রাজ্যের পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে রামিস ডি এরাইউজো (৪৬) নামে এক বন্দুকধারী রাগের মাথায় তার সাবেক স্ত্রী ইসয়্যামারা ফিলিয়ার (৪৬) এবং তাদের ছেলে জোয়াও ভিক্টরকে হত্যা করে। এসময় ছোটাছুটি করতে গিয়ে আরও আটজন নিহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় বাথরুমে পালিয়ে চারজন প্রাণে বেঁচে যায় বলেও জানান কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
ওএইচ/
** ইস্তাম্বুলে নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ৩৯