ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬০ কোটি ডলারে ভারী ‍অস্ত্র কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
৬০ কোটি ডলারে ভারী ‍অস্ত্র কিনছে ভারত কামান (অস্ত্র), (ফাইল ছবি)

ঢাকা: ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের আওতায় ভারতকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রয় করতে যাচ্ছেন বিপুল পরিমাণ ভারী অস্ত্র।

এজন্য খরচ করা হবে প্রায় ৬০০ মিলিন (৬০ কোটি) মার্কিন ডলার। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।

অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, ভারী কামান অস্ত্র, মোবাইল আর্টিলারি।

ভারতে ব্যবসা করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান লার্সন অ্যান্ড টার্বো লিমিটেড অস্ত্র ক্রয়ে কাজ করবে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সংবাদমাধ্যমে একজন সেনা কর্মকর্তা বলেছেন, খুব দ্রুতই এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

গত বছর মোদী সরকার ১৪৫টি মার্কিন এম-৭৭৭ কামান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৭ কোটি ৩৭ লাখ ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি করে।

সামরিক সক্ষমতায় ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। যুদ্ধের জন্য দেশটির সক্রিয় সদস্য সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার। এছাড়া সক্রিয় সংরক্ষিত সদস্য ২১ লাখ ৪৩ হাজার। স্থল যুদ্ধের জন্য তাদের ট্যাংক রয়েছে ছয় হাজার ৪৬৪টি। অস্ত্রবাহী যুদ্ধযান (এএফভি) ৬ হাজার ৭০৪।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ