এ সংক্রান্ত ছবি সামাজিকমাধ্যমে পোস্ট হওয়ার পর ভাইরাল হয়েছে। কুয়াশার কারণে সম্প্রতি চীনের পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়।
এদিকে চীনের জাতীয় অবজারভেটরি দেশটির পূর্ব, উত্তরাঞ্চল ও রাজধানী বেইজিংসহ কেন্দ্রীয় চীনে বায়ু দূষণ ও কুয়াশার সর্তকতার মেয়াদ বাড়িয়েছে।
স্থানীয় সময় বুধবার (০৪ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) পর্যন্ত বেইজিং, তিয়ানজিয়ান, হেবাই, হেনান, জংশু, শানজিসহ বিভিন্ন এলাকায় দৃষ্টিসীমা ২০০ মিটারের মধ্যে নেমে আসে। কোথাও তা ৫০ মিটারেও নেমেছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
জেডএস