স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ অভিষেক অনুষ্ঠানে প্রায় ৯ লাখ মানুষ যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
অভিষেক অনুষ্ঠানে উপলক্ষে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার অংশ হিসেবে হোয়াইট হাউজ এবং তার আশপাশের এলাকার আকাশে চলবে হেলিকপ্টার মহড়া।
এ অনুষ্ঠানকে ঘিরে শুধু আমেরিকানরা নয়, গোটা বিশ্ববাসীর তুমল আগ্রহ রয়েছে। কেননা এ শপথানুষ্ঠানের মধ্যদিয়ে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার পদে আগামী চার বছরের জন্য স্থলাভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
তাই হোয়াইট হাউজের দায়িত্বভার পাওয়া ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে অন্যরকম গুরুত্ব রয়েছে সারা দুনিয়ার মানুষের কাছে। স্বভাতই আছে কৌতুহলও।
গোটা পৃথিবীর শত কোটি জনতা টেলিভিশনে সে দৃশ্য দেখে তাদের কৌতূহল মেটাবেন।
দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক উপলক্ষে রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি।
ধারাবাহিকভাবে কর্মসূচিগুলো উল্লেখ করা হলো (স্থানীয় সময় ও বাংলাদেশ সময় অনুযায়ী):
সকাল ৯. ৩০ মিনিট (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট)
সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান শুরু
বেলা ১১টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট)
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শপথ নেওয়ার পর তার উদ্বোধনী বক্তব্য। তাকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের বিচারপতি।
১১টা ৪৫ মিনিট (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট)
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি রোবার্টস।
বেলা ৩ থেকে ৫টা (বাংলাদেশ সময় রাত ২টা থেকে ৪টা)
পেনসেলভানিয়া অ্যাভিনিউতে ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্সের প্যারেড অনুষ্ঠানে যোগদান। এ আয়োজনস্থলের আশপাশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হওয়ার কথাও রয়েছে।
সন্ধ্যা ৭ থেকে রাত ১১টা (বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে ১০টা)
সদ্যগঠিত প্রশাসন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তার মতামত উপস্থাপন।
এছাড়া ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের পাশে একটি গির্জায় প্রার্থনা করবেন। পরে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে কফি পান করবেন। এ সময় এ দুই দম্পতি ক্যাপিটল হিলে মোটরশোভা যাত্রায় অংশ নেবেন।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে ডেমোক্র্যাটি পার্টির প্রার্থী হিলারী ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন:
** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প
** ট্রাম্পের শপথানুষ্ঠানের টুকিটাকি
** বিদায় বেলায় ওবামাকে জড়িয়ে কাঁদলেন কর্মীরা
**নো ওবামা, নো ক্রাই
**‘আমি কথা দিচ্ছি তোমাদের, পরিবর্তন আসছে’
**ট্রাম্পের শপথের ডামাডোলে লম্বা বর্জনের মিছিলও
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
টিআই