শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে মার্কিন কংগ্রেস ভবন খ্যাত ক্যাপিটল হিল ঝলমলে ও জাঁজমকপূর্ণ দেখা যায়।
নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতেই ক্যাপিটল হিলে তাদের এই সমাগম।
প্রসঙ্গত, গত বছরের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ৫৩৮টি ইলেকট্রোরাল কলেজ ভোটের মধ্যে ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন ট্রাম্প। আর হিলারি ক্লিনটন পান ২০২ ভোট। তবে ২০ লক্ষাধিক পপুলার ভোটে এগিয়ে থাকেন হিলারি।
আরও পড়ুন..
** ক্যাপিটল হিলে যাচ্ছেন ট্রাম্প-পেন্স, যাচ্ছেন ওবামা-বাইডেনও
** শেষবারের মতো ওভাল অফিস ছাড়লেন ওবামা
** ট্রাম্পের শপথানুষ্ঠানে চোখ বিশ্ববাসীর
** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প
** ট্রাম্পের শপথানুষ্ঠানের টুকিটাকি
** বিদায় বেলায় ওবামাকে জড়িয়ে কাঁদলেন কর্মীরা
**নো ওবামা, নো ক্রাই
**‘আমি কথা দিচ্ছি তোমাদের, পরিবর্তন আসছে’
**ট্রাম্পের শপথের ডামাডোলে লম্বা বর্জনের মিছিলও
বাংলাদেশ সময়: ২১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
টিআই