ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম দিনই ওবামা কেয়ার বদলাতে ট্রাম্পের স্বাক্ষর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
প্রথম দিনই ওবামা কেয়ার বদলাতে ট্রাম্পের স্বাক্ষর স্বাক্ষর করছেন ট্রাম্প, (ছবি সংগৃহীত)

ঢাকা: দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ‘ওবামা কেয়ার’ বদলে ফেলতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বাস্থ্য সংশ্লিষ্ট এই আইনের বাধ্যবাধকতা সহজ করতে কাজ করবেন বলেও জানান।

প্রথম দিনই ট্রাম্প এই স্বাক্ষরের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন তিনি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী, সাশ্রয়ী মূল্যের এই সেবাকে (ওবামা কেয়ার) পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।

বর্তমানে পুরো যুক্তরাষ্ট্রে ২ কোটি মানুষ এই সেবা সুবিধা নিচ্ছেন।

মৌলিক অধিকার চিকিৎসা- এই লক্ষ্যকে সামনে রেখে সদ্য সাবেক হয়ে যাওয়া প্রেসিডেন্ট ওবামা ২০১০ সালে আইন করেছিলেন, যার নাম ‘এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’। তবে তা ‘ওবামা কেয়ার’ নামেই বেশি জনপ্রিয়তা পায়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।