বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় চিলির রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
চারজন ফায়ার সার্ভিস কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যারিয়ো ফার্নান্ডেজ জানান, স্থানীয় মাউলি নদীতে দুই পুলিশ কর্মকর্তার মৃতদেহ পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র থেকে আনা বোয়িং ৭৪৭ সুপার ট্যাঙ্কার প্লেন দিয়ে বনের দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক দশকে দেশটিতে এটি ভয়াবহ দাবানলের ঘটনা বলে মনে করা হচ্ছে।
চিলির জাতীয় বনায়ন করপোরেশন বলছে, ভয়ংকর এ দাবানলে ২ লাখ ৩৮ হাজার বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যা ক্রমেই বেড়েই চলছে।
দাবানল ছড়িয়ে পড়ার পর আক্রান্ত এলাকা থেকে একটি পরিবারকে উদ্ধার করার সময় গত বুধবার (২৫ জানুয়ারি) প্রথম এক ফায়ার সার্ভিস কর্মীর প্রাণহানির ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
টিআই