বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
উজান আসামের তিন জেলার সাতটি স্থানে বিচ্ছিন্নতাবাদীরা বিস্ফোরণ ঘটায়।
রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এ ঘটনার দায় স্বীকার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে।
এদিকে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মণিপুরের রাজধানী ইম্ফলের মন্ত্রী পুকুরি ও সিংজেমাইতে দুটি বিএসএফ ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায় বিচ্ছিন্নতাবাদীরা। তবে এতেও কোনো হতাহতের খবর মেলেনি। পরে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আইএ