ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রজাতন্ত্র দিবসে ভারতের আসাম ও মণিপুর রাজ্যে বোমা হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
প্রজাতন্ত্র দিবসে ভারতের আসাম ও মণিপুর রাজ্যে বোমা হামলা

ঢাকা: ভারতের প্রজাতন্ত্র দিবসে উত্তরপূর্বের দুই রাজ্য আসাম ও মণিপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

উজান আসামের তিন জেলার সাতটি স্থানে বিচ্ছিন্নতাবাদীরা বিস্ফোরণ ঘটায়।

সেখানে তিনটি তাজা আইইডি উদ্ধার করা হয়।

রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)  এ ঘটনার দায় স্বীকার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে।

এদিকে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মণিপুরের রাজধানী ইম্ফলের মন্ত্রী পুকুরি ও সিংজেমাইতে দুটি বিএসএফ ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায় বিচ্ছিন্নতাবাদীরা। তবে এতেও কোনো হতাহতের খবর মেলেনি। পরে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।