স্থানীয় সময় বুধবার (২৫ জানুয়ারি) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার তার এ আগ্রহের কথা জানা যায়।
একই সঙ্গে তিনি অপরাধীদের শাস্তির বিশেষ ব্যবস্থা বিতর্কিত ‘ওয়াটারবোর্ডিং’ ফিরিয়ে আনার পক্ষেও যুক্তি দেন।
‘ওয়াটারবোর্ডিং’ হচ্ছে অপরাধীদের জিজ্ঞাসাবাদের সময় শাস্তির বিশেষ প্রক্রিয়া। যার মাধ্যমে অপরাধীর নাকে-মুখে পানি ঢেলে মৃত্যুর ভয়াবহ বুঝিয়ে প্রয়োজনীয় গোপান তথ্য বের করে আনা হয়।
এ প্রক্রিয়াটি তুমুল বিতর্কের মুখে ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর নিষিদ্ধ করা হয়। ‘ওয়াটারবোর্ডিং’ চালু হয়েছিলো বুশের শাসনামলে।
চলতি সপ্তাহের শুরুতে গোয়েন্দা সংস্থাগুলো প্রধানরা এই শাস্তির বিশষে কায়দা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বলে জানান ট্রাম্প। তবে দেশটির কিছু সেনাবাহিনীর বিশেষজ্ঞ এটিকে প্রত্যাখ্যান করেছেন।
আইএস মধ্যযুগীয় কায়দায় ভয়াবহ সন্ত্রাসী কাজ করছে। কেউ তাদের সঙ্গে পেরে উঠছে না। এসব মোকাবেলায় ‘ওয়াটারবোর্ডিং’ বেশি কাজে দেবে মনে করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘যতদূর সম্ভব আমি অনুধাবন করেছি, আগুনের সঙ্গে আগুন দিয়েই আমাদের লড়াই করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
টিআই