ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গুগল তার কর্মীদের যুক্তরাষ্ট্র প্রধান কার্যালয়ে ডেকেছে। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিবিসি নিউজে এ তথ্য জানা যায়।
নিষেধাজ্ঞায় প্রভাব পড়া এলাকার ১০০ স্টাফ সদস্যকে ডেকেছে গুগল। এদিকে, তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফট তার শেয়ার হোন্ডারদের এ বিষয়ে সতর্ক করে দিয়েছে।
এরআগে শুক্রবার (২৭ জানুয়ারি) পেন্টাগনে নয়া প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের শপথানুষ্ঠানের পর ধনকুবের প্রেসিডেন্ট এ আদেশে সই করেন। ‘যুক্তরাষ্ট্রকে গোঁড়া ইসলামি সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করতে’ ট্রাম্প এই আদেশে সই করেছেন বলে জানান ট্রাম্প।
সাতটি প্রধান মুসলিম দেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। ট্রাম্পের নির্বাহী আদেশে- যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি ৪ মাসের জন্য স্থগিত, বড় ধরনের পরিবর্তন ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরিয়ার শরণার্থী প্রবেশ নিষিদ্ধ, ‘উদ্বেগজনক এলাকা’ সিরিয়া ও ইরাকের পাশাপাশি ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের কোনো ভিজিটর (দর্শনার্থী) প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া এই আদেশের আওতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে সিরিয়ার শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। একইসঙ্গে যে কোনো ধরনের শরণার্থী প্রবেশ বন্ধ থাকবে আগামী ৪ মাস। আর ৭টি দেশের ভিজিটর বা দর্শনার্থী প্রবেশ পর্যন্ত বন্ধ থাকবে ৩ মাসের জন্য।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
টিআই