ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে গির্জায় জোড়া বিস্ফোরণে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
মিশরে গির্জায় জোড়া বিস্ফোরণে নিহত ৪৮ গির্জায় জোড়া বিস্ফোরণ, ছবি: সংগৃহীত

মিশরের উত্তরাঞ্চলে একটি গির্জায় জোড়া বিস্ফোরণে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ। স্থানীয় দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (০৯ এপ্রিল) দেশটির তান্তার শহরে‘মার গ্রিগিস কপটিক’ গির্জায় ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার স্থানটি রাজধানী কায়রো থেকে ৬০ মাইল দূরে।

বিস্ফোরণের পর বিভীষিকময় পরিস্থিতি, ছবি: সংগৃহীতপ্রাথমিকভাবে এ বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়নি। এটি উদ্দেশ্যমূলক হামলা বলে মনে করা হচ্ছে। এ হামলার জন্য দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বছরের ডিসেম্বর কায়রোতে এ ধরনের এক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি হয়। যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭ /আপডেট: ১৫৪০, ২০২৫ ঘণ্টা
জেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।