ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুর ও জার্মানির পাসপোর্ট সবচেয়ে শক্তিধর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
সিঙ্গাপুর ও জার্মানির পাসপোর্ট সবচেয়ে শক্তিধর সিঙ্গাপুর ও জার্মানির পাসপোর্ট

যার হাতে একটি সিঙ্গাপুরের কিংবা জার্মানির পাসপোর্ট রয়েছে তিনি বিশ্বের ১৫৯টি দেশে বিনা বাক্যে ভ্রমণ করতে পারবেন। আর সে কারণে বিশ্বে এখন সবচেয়ে শক্তিধর পাসপোর্ট হিসেবে এই দুই দেশের নাম উঠে এসেছে।  

গেলো বছর সিঙ্গাপুরীদের সুযোগ ছিলো ১৫৮ দেশে। সম্প্রতি ইউক্রেনও এই দেশটির নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জার্মানদের সমান উচ্চতায় উঠে এলো সিঙ্গাপুর।

 

জার্মানরা র্বিশ্বের ১২৫টি দেশে ভিসাহীন প্রবেশাধিকার পান, আর বাকি ৩৪টি দেশে তারা পাচ্ছেন অন অ্যারাইভাল ভিসা। আর সিঙ্গাপুরের নাগরিকদের জন্য বিশ্বের ১২২টি দেশে ভিসার প্রয়োজন হয় না, ৩৭টি দেশে তারা পান অন অ্যারাইভাল ভিসা।  

বাংলাদেশ সময় ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।