ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে বিয়ে বাড়িতে দেয়াল ধসে ২২ অতিথি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
রাজস্থানে বিয়ে বাড়িতে দেয়াল ধসে ২২ অতিথি নিহত দেয়াল ধসের পর ঘটনাস্থলের চিত্র। ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যে এক বিয়ে বাড়িতে ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে অন্তত ২২ অতিথি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। যাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

বুধবার (১০ মে) শেষ বিকেলে রাজ্যের ভারতপুরের ওই বাড়িতে ৯০ ফুট লম্বা ও ১২-১৩ ফুট দেয়ালটি ধসে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এ খবর দিয়েছে বৃহস্পতিবার (১১ মে)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্থানে ভারী বর্ষণ চলছিল বলে ওই বিয়ে বাড়িতে অতিথিদের আপ্যায়নের জন্য দেয়ালটির সঙ্গে টিন সাঁটিয়ে আয়োজনস্থল বানানো হয়েছিল। ধসের আগে সেখানে খাবার-দাবারের প্রস্তুতি চলছিল।

পুলিশ কর্মকর্তা অনিল ট্যাংক বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে তলার মাটি সরে গিয়ে দেয়ালটি ধসে পড়লে সেখানেই অনেক লোকের মৃত্যু হয়। শেষ পর্যন্ত এ সংখ্যা দাঁড়ায় ২২ জনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।