ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানচেস্টার হামলার দায় স্বীকার করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ম্যানচেস্টার হামলার দায় স্বীকার করলো আইএস

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ‘আত্মঘাতী’ হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 

দায় স্বীকার করে এক বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

ম্যানচেস্টার শহরের দক্ষিণ থেকে ২৩ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সোমবার (২২ মে) স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শেষ খবর পর্যন্ত ২২ জন নিহতের খবর নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরণে ৫৯ জনের মতো আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।