ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাক সীমান্তে তুর্কি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জুন ১, ২০১৭
ইরাক সীমান্তে তুর্কি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

ইরাক সীমান্তে তুর্কি সেনাবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ১৩ সেনা নিহতের খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে দেওয়া এক বির্বতিতে সেনাবাহিনী জানায়, সিরনাক প্রদেশের সিনোবা বেজ থেকে উড্ডয়নের পরপরই এএস৫৩২ কগার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগের ফলে হেলিকপ্টরটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

সিরনাক প্রদেশের গর্ভনর অফিস জানায়, উড্ডয়নের মাত্র ৩ মিনিটের মাথায় উলদিরি শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় বুধবার (৩১ মে) রাত ৮টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ১৫ মিনিট) এ দুর্ঘটনা ঘটে।  

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।   

বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, জুন ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।