ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে কূটনৈতিক পাড়ার হামলায় নিহত বেড়ে ১৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জুন ৬, ২০১৭
কাবুলে কূটনৈতিক পাড়ার হামলায় নিহত বেড়ে ১৫০

আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ার কাছে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (০৬ জুন) কাবুলে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে মতবিনিময়ের সময় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি এ তথ্য জানান।  

২০০১ সালে তালেবান উৎখাতের পর আফগানিস্তানের রাজধানীতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলেও জানান প্রেসিডেন্ট গনি।

তিনি বলেন, ‘ওই হামলায় আমরাই একমাত্র লক্ষ্য ছিলাম না, সমগ্র কূটনৈতিক সম্প্রদায় লক্ষ্য ছিল। ’

এর আগে হামলার ঘটনায় ৯০ জনের মৃত্যু ও ৪৬০ জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মঙ্গলবার তা বেড়ে ১৫০ এ দাঁড়িয়েছে। নিহত সবাই আফগান নাগরিক।  

গত বুধবার (৩১ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) কাবুলের কূটনৈতিক এলাকায় কর্মব্যস্ততার শুরুতেই বোমা হামলা চালানো হয়। এতে প্রাথমিক ৮০ জন নিহতের খবর  জানানো হয়।  

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলমিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।