ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে হুইপসহ আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে হুইপসহ আহত ৫ হুইপ স্টিভ স্কলাইজ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির হুইপ স্টিভ স্কলাইজসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১৪ জুন) স্থানীয় সময় সকালে রাজ্যের আলেক্সান্দ্রিয়া শহরে বেজবল প্র্যাকটিস চলাকালে এই গুলির ঘটনা ঘটে। নির্বিচারে গুলি চালানোর পর ওই বন্দুকধারীও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম বলছে, রাইফেল নিয়ে ওই দুর্বৃত্ত হুইপ স্টিভ এবং তার এক উপদেষ্টাসহ কয়েকজনের দিকে গুলি ছোড়ে। গুলি হুইপ ও তার উপদেষ্টার বুকে  লাগে। পরে সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও বন্দুকধারীকে গুলি করেন।

এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে কিছু বলছে না মার্কিন সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১৪, ২০১৭/আপডেট ১৮৪৫ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।