ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শুভেচ্ছায় ফুলের বদলে বই দেয়ার আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
শুভেচ্ছায় ফুলের বদলে বই দেয়ার আহ্বান মোদির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুভেচ্ছা জানাতে সাধারণত ফুলের তোড়া দেওয়া হয়। এই ধারা বদল করে আতিথেয়তা গ্রহণ বা প্রদানে বই দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাঠাভ্যাস বাড়াতে দেশজুড়ে গৃহীত কর্মসূচি ‘পড়ার মাস’ উদযাপনে শনিবার (১৭ জুন) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এর আগে প্রত্যেক কন্যা শিশুর জন্মকে স্বাগত জানিয়ে প্রতিটি বাড়িতে পাঁচটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী মোদি বলেন, আমি জনগণের প্রতি আহ্বান জানাবো, কাউকে শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়ার বদলে বই দিন। এটা (সমাজ পরিবর্তনে) বড় পার্থক্য গড়ে দেবে।

তিনি বলেন, আমি জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। এ ধরনের অঙ্গীকারাবদ্ধ সামাজিক কর্মসূচির ওপর আমার বড় আশা আছে। এই কর্মসূচি শ্রেষ্ঠ সমাজ ও রাষ্ট্রগঠনে এগিয়ে দেয়।  

পাঠাভ্যাস বাড়ানোর আহ্বান জানিয়ে মোদি জনগণের উদ্দেশে বলেন, একসঙ্গে আমরা ভারতকে প্রজ্ঞা ও জ্ঞানের ভূমিতে পরিণত করতে পারি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।