ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভূমিধসে তিন বাংলাদেশির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
মালয়েশিয়ায় ভূমিধসে তিন বাংলাদেশির মৃত্যু কনস্ট্রাকশন সাইট, ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার উত্তর-পশ্চিমের রাজ্য পেনাংয়ের জর্জ টাউনে একটি কনস্ট্রাকশন সাইটে ভূমিধসে অন্তত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

মারা গেছেন আরও একজন; শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। আহত আছেন আরও দুইজন।

ফায়ার ও উদ্ধার বিভাগের পরিচালক সাডন মোখতার বলেছেন, অভিযানে খনন করা লাগছে। মাটিতে দেবে আছে। এই কাজে বিশেষ প্রশিক্ষিত কুকুরও কাজ করছে।

আটকা পড়াদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের একজন। এছাড়া একজন রোহিঙ্গা ও পাকিস্তানি নাগরিকও রয়েছেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ভূমিধসের এ ঘটনা ঘটে।  

এদিকে ভূমিধসের ঘটনার পর উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কনস্ট্রাকশন সাইটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩, বাংলাদেশিসহ নিখোঁজ ১১

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।