ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন দায়িত্বে বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
নতুন দায়িত্বে বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুল

ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন মুকুল রায়। শনিবার (২৮ অক্টোবর) দলটিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

রাজধানী দিল্লির অশোক রোডে বিজেপি সদর দফতরে তাকে স্বাগত জানাবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এখানে দীপাবলি পুনর্মিলনী অনুষ্ঠান রয়েছে বিকেলে।

সম্প্রতি তৃণমূল ছেড়েছেন মুকুল রায়। পরে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। তখনই পরিষ্কার হয়, তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন।

মনে করা হচ্ছে মুকুলকে সর্বভারতীয় পদ দিতে যাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষকও করা হতে পারে। নিজ রাজ্যের সঙ্গে ওড়িশা, সিকিম ও ত্রিপুরার দায়িত্বও আসতে পারে তার কাছে।

এদিকে শুক্রবার বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় সংবাদমাধ্যমে বলেন, দলে ঢুকতে রাজ্য বিজেপির কাছে আবেদন করেছিলেন এই রাজনীতিবিদ।

এ সপ্তাহেই রাজ্যসভা থেকে ইস্তফা দেবেন মুকুল রায়
তৃণমূল কংগ্রেস ছাড়লেন মুকুল রায়
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন মুকুল রায়
তৃণমূল থেকে সরে কোন ডালে যাবেন মুকুল
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় সম্পাদক মুকুল রায়

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।