ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বর্ষণে পানিবন্দি চেন্নাই, বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
বর্ষণে পানিবন্দি চেন্নাই, বন্যার আশঙ্কা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চেন্নাইয়ের জনজীবন

টানা কয়েকদিনের বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে ভারতের পূর্বাঞ্চলীয় শহর চেন্নাই। খানিক বিরতি দিয়ে শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যার পর ফের অবিরাম বৃষ্টি ঝড়ছে। আগামী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। যাতে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এরইমধ্যে তামিলনাড়ুসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর মিলেছে ১২ জনের প্রাণহানির।

শনিবারও (০৪ নভেম্বর) স্কুল-কলেজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কর্মকর্তাদের প্রয়োজনে বাড়িতে বসে কাজ করার সুযোগ দিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত সোমবার (৩০ অক্টোবর) থেকে চেন্নাইয়ের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। বৃহস্পতিবারের (০২ নভেম্বর) পর এখন পর্যন্ত কোথাও কোথাও ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে বিখ্যাত মারিনা বিচ ও এর সার্ভিস লেন। বিদ্যুতবিচ্ছিন্ন থাকার খবর মিলেছে চেন্নাইয়ের বিভিন্ন এলাকা। পানি জমে বিঘ্নিত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রিলিফ ক্যাম্প চালু করা হয়েছে। চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে অনেক এলাকা পরিদর্শন করেছেন। তবে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকার কথা বলেছে কর্তৃপক্ষ।

এর আগে ২০১৫ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়ে চেন্নাই। সেবার শতাব্দীর ভয়াবহ বন্যায় দেড়শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। রাজ্যের বাইরে আরো শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ। তাই মৌসুমি এ বৃষ্টিপাতকে হালকাভাবে নিচ্ছেন না চেন্নাইবাসী।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।