ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেমে বিচ্ছেদ: প্যারিসে ৩ জনকে মেরে পুলিশের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
প্রেমে বিচ্ছেদ: প্যারিসে ৩ জনকে মেরে পুলিশের আত্মহত্যা ঘটনাস্থলে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেমের সম্পর্কে বিচ্ছেদের জেরে হতাশ এক পুলিশ কর্মকর্তা তিনজনকে গুলি করে হত্যা করেছেন। অরনাউদ মার্টিন নামে ওই প্রেমিক পরে হয়েছেন আত্মঘাতী।

শনিবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাতে প্যারিসের উত্তরাঞ্চলের সারসেলেস এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রোববার (১৯ নভেম্বর) এ খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, প্রেমিকার সঙ্গে গাড়িতে ঝগড়া করছিলেন পুলিশ কর্মকর্তা অরনাউদ। এক পর্যায়ে প্রেমিকার মাথায় গুলি করেন। এরপর গুলি করেন আরও দুই পথচারীকে। তার নির্বিচার গুলিতে আহত হন আরও তিন জন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েকবছরে সন্ত্রাসী হামলায় বিপর্যস্ত ফ্রান্সে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাও জনমনে আতঙ্ক ও ভয়ের সৃষ্টি করছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।