আইএমডি’র বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, এটা চলতি মৌসুমের সবচেয়ে শীতল সকাল। কুয়াশায় মোড়ানো সকাল হলেও দিনের আকাশ স্বচ্ছই থাকবে।
আইএমডি জানায়, শুক্রবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৫.৬ মাত্রা, যেটা মৌসুমের গড় তাপমাত্রার এক গুণ কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যেটা মৌসুমের গড় তাপমাত্রার দুই গুণ কম।
সংবাদমাধ্যম জানায়, উত্তরাঞ্চলের ঘন কুয়াশার কারণে ভারতের ওই অংশে বেশ কিছু ট্রেন যাত্রা বিঘ্নিত হয়েছে। এরমধ্যে ২৩টি ট্রেনের যাত্রা হয়েছে বিলম্বিত, দু’টির সময় পরিবর্তন এবং একটি (দিল্লি-আলীপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস) বাতিল করতে হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এইচএ/