বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রদেশের আচিন জেলার সারখ আব বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। পাকিস্তান সীমান্তবর্তী নাঙ্গারহারকে আইএসের অন্যতম শক্ত ঘাঁটি বলে মনে করা হয়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানান, আইএস ১৫ জনের শিরশ্ছেদ করেছে বলে খবর মিলেছে। তবে এর বিস্তারিত কারণ জানা যায়নি।
আইএসও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে এর আগে সিরিয়া ও ইরাকে নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে একই কায়দায় স্বগোষ্ঠীর যোদ্ধাদের হত্যা করে আইএস। এজন্য তারা ওই যোদ্ধাদের বিরুদ্ধে শত্রুপক্ষের হয়ে গুপ্তচরবৃত্তি বা পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ তোলে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এইচএ/