গুলির সংবাদের খবর পেয়ে তাৎক্ষণিভাবে সন্ত্রাসী হামলা সন্দেহ করে স্টেশনটি বন্ধ করে দেয় পুলিশ। রেল চলাচলও বন্ধ হয়ে যায়।
তবে ঘটনাস্থলে গুলির কোনো চিহ্ন ও সন্ত্রাসী হামলার সন্দেহজনক কোনো আলামত খুঁজে পায়নি। এর পরপরই স্টেশন দুটি খুলে দেওয়া হয়। নাগরিকদের জানানো হয় অক্সফোর্ড স্ট্রিটের সার্কাস টিউব স্টেশন, বন্ড স্ট্রিটসহ আশপাশের সব এলাকা ও সড়ক নিরাপদ রয়েছৈ।
এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় অর্ক্সফোর্ড সার্কাক টিউব স্টেশনে গুলি হয়েছে এমন গুজবে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারদিকে ছোটাছুটি শুরু করেন উপস্থিত জনতা।
বিবিসির রিপোর্টার হেলেন বাশবি তখন জানিয়েছিলেন, তিনি দেখেছেন আতঙ্কিত হয়ে স্টেশনে উপস্থিত লোকজন হাতের শপিং ব্যাগ ফেলে দৌড়ে পালাচ্ছেন। তাদের চোখে মুখে ছিলো কান্নার রোল!
পরে স্টেশনটি বন্ধ করে দিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সেখানে গুলির কোনো চিহ্নই খুঁজে পায়নি।
** লন্ডনের অক্সফোর্ড টিউব স্টেশনে গুলি!
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এমজেএফ