ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় রেকর্ড মাদকের চালান জব্দ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
অস্ট্রেলিয়ায় রেকর্ড মাদকের চালান জব্দ মাদকসহ ৮ জনকে আটক করা হয়

অভিযান চালিয়ে অস্ট্রেলিয়া পুলিশ রেকর্ড পরিমাণ মাদকের চালান জব্দ করেছে। এ ঘটনায় জড়িত থাকায় ৮ জনকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে পুলিশ অভিযান চালিয়ে একটি ভ্যান থেকে এক বিলিয়ন অস্ট্রেলীয় ডলার মূল্যমানের মদক জব্দ করে। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ কোনো মাদকের চালান জব্দের ঘটনা।

 

জব্দকৃত মাদকগুলো হলো ক্রিস্টাল মেথামপেটামিন, যা আইস নামে পরিচিত। মাদকটি অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ ক্ষতিকর হিসেবে পরিচিত। আটকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে।

চলতি বছরের এপ্রিলে মেলবোর্নে জব্দকতৃ মাদকের চালানের চেয়ে এবারের ১.২ টনের চালানটি বড়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ