ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেরুজালেমকে ফিলিস্তিনের ‘চিরকালীন রাজধানী’ বললো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
জেরুজালেমকে ফিলিস্তিনের ‘চিরকালীন রাজধানী’ বললো ইরান ইরানের পার্লামেন্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে একটি খসড়া প্রস্তাবনা পাস করেছে ইরানের পার্লামেন্ট। ওই প্রস্তাবে প্রাচীন এ নগরীকে অভিহিত করা হয়েছে ‘ফিলিস্তিনের চিরকালীন রাজধানী’ হিসেবে।

রোববার (২৪ ডিসেম্বর) পার্লামেন্টের ২৩৩ সংসদ সদস্যের মধ্যে ১৮৭ জনের উপস্থিত ভোটে এ প্রস্তাবনা পাস করা হয়।  

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়, পরবর্তী ৪৮ ঘণ্টার আগে এই খসড়ার উপর আলোচনা হবে।

অন্যথায় তা চূড়ান্ত অনুমোদনের জন্যে পার্লামেন্টে উত্থাপন করা হবে।  

সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেওয়ার সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই এ ধরনের পদক্ষেপ নিল ইরান।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।