ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কুয়াশায় দিল্লি বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
কুয়াশায় দিল্লি বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘন কুয়াশার কারণে দিনের বেলাও বাতি জ্বালিয়ে রাখা হয়েছে

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা নিচে নেমে যাওয়ায় দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফ্লাইট পরিচালনার জন্য ন্যূনতম যেটুকু দৃশ্যমান পরিস্থিতির প্রয়োজন, কুয়াশায় কারণে তাও নেমে যাওয়ায় রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকে বিমানবন্দরটিতে অচলাবস্থা বিরাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বর্তমানে বিমানবন্দরটিতে কোনো ফ্লাইট ওঠা-নামা করছে না।

এদিকে দিল্লিতে রোববার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে খানিক কম।

 

বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে জানিয়ে আবহাওয়া অধিদফতর আভাস দিয়েছে, আগামী দিনে তাপমাত্রা আরো কমতে পারে।

শুধু ফ্লাইট নয় ঘন কুয়াশায় ব্যাঘাত ঘটছে যোগাযোগের অন্য মাধ্যমগুলোতেও। এখন পর্যন্ত ১৫টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে, বিলম্ব হয়েছে ৫৭টি আর পুনঃশিডিউল করা হয়েছে ১৮টি ট্রেনের।

আর সাবধানে মোটরসাইকেল চালাতে চালকদের অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।