তবে কিছু কিছু স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে বলে জানিয়েছে রাজ্য আবহাওয়া দপ্তর।
লাহৌল ও স্পিটির কেন্দ্র কিলংয়ে তাপমাত্রা ছিল মাইনাস ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া কিন্নরের কলপায় ২.৩, ডালহৌসিতে ৪.২ এবং ধর্মশালায় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এমন বৈরী আবহাওয়া আরও তিন-চারদিন বিরাজ করবে।
প্রবল ঠাণ্ডায় পর্যটকদের অন্যতম পছন্দের স্পট সিমলা-মানালি এখন বরফে ঢাকা। প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটকের কাছেও আকর্ষণের জায়গা হিমাচল প্রদেশের এ স্পট দুটি। আবহাওয়া বৈরী হলেও যারা ভ্রমণে ভিন্ন স্বাদ নিতে চান তাদের জন্য সঠিক সময় এখন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এএ