দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, অনেক শিশুসহ ৪৮ জনকে বহনকারী নৌকাটির কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। ৩৩ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা, যাদের কয়েকজন আহত হয়েছেন।
অনুগ্রহ এক্সপ্রেস নামক নৌকাটি ঠিক কি কারণে ডুবে যায়, তা এখনো স্পষ্ট নয়।
সোমবার (০১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় বোর্নিও দ্বীপপুঞ্জের উত্তর অংশে নৌ-দুর্ঘটনাটি ঘটে। দ্বীপপুঞ্জের তানজুং সেলার থেকে তারাকানের দিকে যাচ্ছিল নৌকাটি।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র গস্তি আনোয়ার মুলাদি বলেন, ‘আমরা জানি না দুর্ঘটনার কারণ কি এবং এটি ঠিক কিভাবে ঘটেছে। আমরা বাকি যাত্রীদের খোঁজে মনোনিবেশ করছি’।
ফেরি ও ছোট নৌকা হাজার হাজার দ্বীপপুঞ্জে গঠিত ইন্দোনেশিয়ার একটি প্রধান পরিবহন। তবে এর নিরাপত্তা ব্যবস্থা বেশ দুর্বল।
গত বছরের ০১ জানুয়ারি ইন্দোনেশিয়ার উপকূলে জাকার্তার একটি বন্দর থেকে যাত্রার পর পরই একটি ফেরিতে আগুন ধরে গেলে কমপক্ষে ২৩ জন নিহত হন। জুলাইয়ে অন্য একটি নৌকাডুবিতে নিহত হন কমপক্ষে ৮ জন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এএসআর