শনিবার (৬ জানুয়ারি) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশটির দক্ষিণে একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সৌদির একটি সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিতরা ছিলেন একটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা-কর্মী।
প্রাদেশিক রেড ক্রিসেন্টের মুখপাত্র বেইশি আল-সারখির বরাত দিয়ে ওই সংবাদমাধ্যমটি বলেছে, দুর্ঘটনাস্থলে সাত জনের মরদেহ পেয়েছেন উদ্ধারকর্মীরা। আরও ১৫ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে ছয়জনের অবস্থাই ছিল গুরুতর। পরে প্রাণহানি বেড়ে দাঁড়ায় নয়ে।
ফরিদুল ইসলাম নামে এক প্রবাসী ওই ছয় বাংলাদেশির নাম জানান। এরা হলেন– নরসিংদীর আমির হোসেন ও হদয়, নারায়ণগঞ্জের মতিউর রহমান, কিশোরগঞ্জ জসিম, সিরাগঞ্জের দুলাল ও টাঙ্গাইলের সফিকুল।
ওই সংবাদমাধ্যমটি মক্কায়ও এক বাংলাদেশি নিহত হওয়ার খবর দিয়েছে। তারা জানিয়েছে, ওই বাংলাদেশির ঘাড়ে আঘাত থাকায় ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এইচএ/