ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন উইনফ্রে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন উইনফ্রে! অপরাহ উইনফ্রে

ঢাকা: যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন মার্কিন জনপ্রিয় টেলিভিশন টকশো উপস্থাপিকা অপরাহ উইনফ্রে।

নাম প্রকাশে অনিচ্ছুক অপরাহের দুই বন্ধু সোমবার (০৮ জানুয়ারি) সাংবাদিকদের জানায়, বিষয়টি নিয়ে অপরাহ খুব ‘সক্রিয়ভাবে চিন্তা-ভাবনা’ করছেন। তার কয়েকজন আস্থাভাজন সহযোগীও নির্বাচনী দৌঁড়ে নামার জন্য উৎসাহিত করছেন।

তবে অপরাহের একজন প্রতিনিধির কাছে নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি জানতে চাওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

মার্কিন রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে এখনো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। এ বছর মধ্যবর্তী নির্বাচনের পর প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এখন থেকেই প্রেসিডেন্ট পদে লড়াইয়ে অনেক প্রার্থী মনোনয়ন পেতে ডেমোক্রেট ও আইওয়ায় দলটির কার্যালয়ে দৌঁড়-ঝাঁপ শুরু করেছেন।

রোববার (০৭ জানুয়ারি) অপরাহ উইনফ্রে গোল্ডেন গ্লোবসের সিসিল বি. ডিমেল পুরস্কার নেওয়ার পর বিনোদন দুনিয়ায় ‘প্রেসিডেন্ট উইনফ্রে’ রব ওঠে। এরপর দিন সকালে টিভি চ্যানেলগুলোতে ‘প্রেসিডেন্ট পদে অপরাহ’ শিরোনামে দিনের প্রধান খবর প্রচারিত হয়।  

এর আগে, ২০১৭ সালের মার্চে ব্লুমবার্গের ডেভিড রুবেনস্টেইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন নির্বাচনে লড়াইয়ের কথা ভাবছেন বলে জানিয়েছিলেন অপরাহ উইনফ্রে।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।