ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে কমপ্লেক্সটির বেশ কিছু স্যাটেলাইট ইমেজ তুলে ধরা হয়েছে।
বাঁ দিকে রয়েছে সিকিমের দোকা লা। যেখানে রয়েছে ভারতীয় বাহিনীর পোস্ট। আর এর পূর্ব দিকে রয়েছে দোকলাম ও চীনের মধ্যবর্তী সিনচে লা গিরিপথ। যা চুম্বি উপত্যকা নামে পরিচিত।
ভারতীয় বাহিনীর পোস্টের ঠিক ৮১ মিটার দূরেই চীনারা এই সুবিশাল সামরিক স্থাপনাটি গড়ে তুলছে।
যে জায়গাটিতে চীন তার স্থাপনা গড়ে তুলছে সেটি ভারতের প্রতিবেশী দেশ ভুটান নিজের এলাকা বলে দাবি করছে।
দোকলাম এলাকাটির মোট আয়তন ১০ কিলোমিটার। স্যাটেলাইট ইমেজে সেখানে সামরিক সুড়ঙ্গ ও দুটি হেলিপ্যাড দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
জেএম