ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলের পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
কাবুলের পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলা কাবুলের পাঁচ তারকা হোটেলে হামলা

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ হামলায় অনেকেই জিম্মি হয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। চারজন অস্ত্রধারী অত্যাধুনিক অস্ত্রসহ কাবুলের একটি ইন্টার-কন্টিনেন্টাল হোটেলে এ হামলা করেছে।

স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে এ হামলা চালানো হয়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, স্পেশাল ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বন্দুকধারীদের মধ্যে আত্মঘাতী হামলাকারী থাকার সম্ভাবনা রয়েছে। তারা হোটেলের রান্নাঘারে আগুন লাগিয়ে দিয়েছে।

রাষ্ট্রমালিকানাধীন এ হোটেলটিতে প্রধাণত বিয়ে ও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এর আগে, ২০১১ সালে তালেবানের হামলায় এ হোটেলে ২১ জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।