স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে এ হামলা চালানো হয়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, স্পেশাল ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বন্দুকধারীদের মধ্যে আত্মঘাতী হামলাকারী থাকার সম্ভাবনা রয়েছে। তারা হোটেলের রান্নাঘারে আগুন লাগিয়ে দিয়েছে।
রাষ্ট্রমালিকানাধীন এ হোটেলটিতে প্রধাণত বিয়ে ও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এর আগে, ২০১১ সালে তালেবানের হামলায় এ হোটেলে ২১ জন নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এইচএমএস/এসআরএস