রোববার ( ২১ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
কাবুলের পুলিশ বলছে, নিহতদের মধ্যে ৯ জন ইউক্রেনের, একজন জার্মানির, একজন গ্রিসের এবং একজন কাজাকিস্তানের নাগরিক রয়েছেন।
এছাড়া এ হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ৬ সদস্যসহ মোট ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হোটেলটি নিয়ন্ত্রণ নেওয়ার পর বিদেশিসহ ১৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে পাঁচ বন্দুকধারী হোটেলে প্রবেশ করে ‘বিদেশিরা কোথায়’ জিজ্ঞেস করে গুলি ছুড়তে থাকে। এসময় দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর রোববার সকালে হামলাকারীদের হত্যা করে হোটেলটি মুক্ত করা হয়।
রাষ্ট্রমালিকানাধীন এ হোটেলটিতে প্রধাণত বিয়ে ও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এর আগে, ২০১১ সালে তালেবানের হামলায় এ হোটেলে ২১ জন নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
পিএম/ওএইচ/