সোমবার (২২ জানুয়ারি) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
মাইক পেন্স বলেন, আমরা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরু করতে চাই।
এরআগে, নেসেটের স্পিকার ইউলি ইদেলস্টেইন পেন্সকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বের যেকোন দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু।
৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। তবে ট্রাম্পের ঘোষণার পর অনুমিত সময়ের চেয়ে আগেই দূতাবাস স্থানান্তরের কথা জানালেন ভাইস প্রেসিডেন্ট পেন্স।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এনটি