ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে সরকারি সেনা-বামপন্থী বিদ্রোহী সংঘর্ষ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
ফিলিপাইনে সরকারি সেনা-বামপন্থী বিদ্রোহী সংঘর্ষ, নিহত ৫

ঢাকা: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সরকারি সেনাদের সঙ্গে বামপন্থী বিদ্রোহীদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে

সোমবার (২২ জানুয়ারি) মিন্দানাও প্রদেশের উত্তর কুতাবাতো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে চারজন নিউ পিপলস আর্মির (এনপিএ)’র গেরিলা সদস্য এবং অপরজন সরকারি সেনা সদস্য।

আঞ্চলিক সেনা মুখপাত্র মেজর এজরা বালাগটি জানান, রোববার (২১ জানুয়ারি) কুতাবাতোর লোয়াউন গ্রামে স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে বামপন্থী বিদ্রোহীরা সরকারি সেনা ও মিলিশিয়াদের একটি ঘাঁটি ঘেরাও করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সোমবার ভোর ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে নিহত চান বিদ্রোহীর লাশ ফেলে রেখে অন্যরা পালিয়ে যায়।
 
তিনি আরো বলেন, বিদ্রোহীরা সরকারি সেনাদের ওপর হামলা করার আগেই প্রতিরোধের মুখে পড়ে। পালিয়ে যাওয়া গেরিলাদের আটক করতে এলাকায় সেনা অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।