স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, কোদিয়াক থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প আঘাত হানে।
দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস বলছে, এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা ছাড়াও ক্যালিফোর্নিয়া ও ব্রিটিশ কলাম্বিয়াতেও এ সতর্কতা জারি থাকবে।
সতর্কবার্তায় বলা হয়েছে, এই কম্পনের ফলে ক্যালিফোর্নিয়া, ব্রিটিশ কলাম্বিয়া উপকূল এবং আলাস্কায় সুনামি হতে পারে। এতে সম্পদ ও জন-জীবনেরও মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।
ওইসব এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এমএ/