সোমবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টার দিকে কারগা এলাকার মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে এই হামলা হয়। মাত্র একদিন আগেই কাবুলে অ্যাম্বুলেন্সভর্তি বিস্ফোরক হামলায় শতাধিক মানুষ নিহত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভোর থেকে দফায় দফায় বিস্ফোরণ ও গুলির শব্দে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। সকাল পর্যন্ত ওই এলাকার সবগুলো সড়কে যান ও জন চলাচল বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
এখন পর্যন্ত এই হামলায় কারও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তাছাড়া কারা এই হামলা চালিয়েছে তা-ও জানা যায়নি। তবে শনিবার (২৭ জানুয়ারি) কাবুলে চালানো ওই হামলার দায় স্বীকার করে তালেবান গোষ্ঠী। এ ধরনের হামলা সাধারণত তালেবান বা ইসলামিক স্টেটই (আইএস) চালিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এইচএ/