সংবাদ সংস্থাগুলো শনিবার দিনটিকে তুর্কি বাহিনীর জন্য ‘সবচেয়ে ভয়ঙ্কর এক রক্তাক্ত দিন’ বলে অভিহিত করেছে। এদিন মোট ৭ জন তুর্কি সেনার মৃত্যু হয়।
তুরস্ক এর জন্য কুর্দিদের পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে দায়ী করেছে। তুরস্ক একে একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে। একে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-র সম্প্রসারিত অংশ বলে গণ্য করা হয়।
গত ২০ জানুয়ারি সিরিয়ার আফরিনে তুরস্ক ‘অলিভ শাখা’ নামের কুর্দি তথা ‘সন্ত্রাসী নির্মূল অভিযান’ শুরু করার পর এ পর্যন্ত ১৪ জন তুর্কি সেনা নিহত হয়েছে। তবে একই দিনে এক সঙ্গে এতোজন সেনা নিহত হওয়ার ঘটনা শনিবারই প্রথম ঘটল।
প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ ব্যাপারে দেয়া এক বিবৃতিতে বলেছেন, কুর্দি বিদ্রোহীদের এজন্য দ্বিগুণ মূল্য দিতে হবে।
তার এই বক্তব্যের পরপরই তুর্কি জঙ্গি বিমানগুলো আফরিনের উত্তর-পূর্বের কুর্দি অবস্থানের ওপর নির্বিচারে হামলা চালায়।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
জেএম