ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুই ট্রেনের সংঘর্ষ, ২ জন নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
যুক্তরাষ্ট্রে দুই ট্রেনের সংঘর্ষ, ২ জন নিহত দুই ট্রেনের সংঘর্ষের পর। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় রোববার ভোরে যাত্রীবাহী অ্যামট্র্যাক টেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কম করেও ৭০ জন। আহতদের অনেকের হাত-পায়ের হাড় ভেঙে গেছে। 

সংবাদ মাধ্যমগুলো জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুই টেনের সংঘর্ষের সময় অ্যামট্র্যাকের যাত্রীরা একে অপরের ওপর আছড়ে পড়েই মূলত আহত হয়েছেন বেশি।

অনেকের হাত-পা ছড়ে গেছে আবার অনেকের হাড় ভেঙেছে।

অ্যামট্র্যাক ট্রেনটি নিউইয়র্ক থেকে ১৪৭ জন যাত্রী নিয়ে মায়ামি যাচ্ছিল। শনিবার দিনগত মধ্যরাত্রি (রোববার) ২টা ৩৫ মিনিটের সময় কেইসি এলাকায় অ্যামট্র্যাক ট্রেনটির সঙ্গে একটি সিএসএক্স মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ট্রেনটির মূল ইঞ্জিন ও কয়েকটি কামরা লাইনচ্যুত হয় বলে অ্যামট্র্যাক কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।