সোমবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ শতাংশ ভোটে সিসির বিজয়ের খবর প্রচার করে মিশরের সংবাদ মাধ্যমগুলো।
জানা যায়, দেশটির ছয় কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ৪১ শতাংশ ভোট জমা পড়ে।
নির্বাচনে সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই সমর্থক মুসা মোস্তফা মুসা। তিনি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করেন।
তাছাড়া নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক অন্তত ছয় জন প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রেখেছে সিসির সরকার, এমন অভিযোগে বাকি প্রার্থীরাও নির্বাচন বর্জন করে। কিন্তু বরাবরের মতোই সিসি এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
২০১৪ সালের নির্বাচনেও সিসি ৯৭ শতাংশ ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এনএইচটি