ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
চলে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ বারবারা বুশ

ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা বারবারা বুশ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

পরিবারের একজন মুখপাত্র জিম ম্যাকগ্রাথ এক বিবৃতিতে বারবারা বুশের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তার ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে জানান, আমার মা ৯২ বছর বয়সে চলে গেলেন ।

আমি সৌভাগ্যবান ব্যক্তি কারণ বারবারা বুশ আমার মা। আমরা পরিবারের সদস্যরা সবাই শোকার্ত।

বারবারা বুশের জন্ম ১৯২৫ সালের ৮ জুন। জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে তার বিয়ে হয় ১৯৪৫ সালের ৬ জানুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তারাই ছিলেন দীর্ঘ বিবাহিত দম্পতি।  

১৯৮৯-১৯৯৩ মেয়াদে হোয়াইট হাউজে ফার্স্ট লেডি হিসেবে থাকার আট বছর পর তিনি ফিরে আসেন তার ছেলে জর্জ ডব্লিউ বুশের অভিষেক অনুষ্ঠানে। তার ছেলে পুননির্বাচিত হলে চার বছর পর আরেকটি অভিষেক অনুষ্ঠানে হোয়াইট হাউজে আসেন বারবারা ‍বুশ।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।