ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে কর্মী নিতে চুক্তিতে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
বাংলাদেশ থেকে কর্মী নিতে চুক্তিতে আরব আমিরাত সমঝোতা স্মারক সই অনুষ্ঠান

কর্মী নিতে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মাধ্যমে বহুদিন পর দেশটিতে বাংলাদেশের শ্রম বাজার খুলতে যাচ্ছে।

বুধবার (১৮ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ড. নমিতা হালদার এবং সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ বিষয়ক মন্ত্রী নাসের বিন থানি জুমা আল হামলির উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

এ সময় আল হামলি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের কথা ব্যক্ত করেন।

সমঝোতা স্মারকে নিরাপদ, সুশৃংখল ও দায়িত্বশীল শ্রম অভিবাসনের লক্ষ্য অর্জনের বিষয় বিবেচনায় রাখা হয়েছে।

বহুদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার খোলার বিষয়ে উচ্চপর্যায়ে যে আলোচনা চলছিলো, বুধবার সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে তা আলোর মুখ দেখতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।