বৃহস্পতিবার (১৯ এপ্রিল) এ স্মরণসভায় ২০১৬ সালের ০১ জুলাই থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে আত্মদানকারী বাংলাদেশের পাঁচজনসহ বিশ্বের ৪২টি দেশের ১৪০ শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীর নাম উঠে।
নিহত ১৪০ জনের মধ্যে ১২৩ জন সামরিক বাহিনী, তিনজন পুলিশ এবং ১৪ জন বেসামরিক সদস্য ছিলেন।
জাতিসংঘ সদরদফতরের ট্রাস্টিশিপ কাউন্সিলে আয়োজিত স্মরণ সভায় অংশ নেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ।
এছাড়া জাতিসংঘে কর্মরত বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর কর্মকর্তারাও এ অনুষ্ঠানে অংশ নেন।
এসময় মোমবাতি প্রজ্জ্বলন করে নিহতদের স্মরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ’র আহ্বানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে তিনি বলেন, ‘এটা আমাকে ক্ষুব্ধ করে, যখন দেখি খুব সামান্য কোনো কারণে আমাদের ওপর আক্রমণ হয়। যা কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধাপরাধের শামিল। ’
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
টিএ