এ চুক্তি সই অনুষ্ঠান হয় মেসিডোনিয়া ও আলবেনিয়া সীমান্তের পাশে উত্তর গ্রিসের প্রেসপাতে। বলকান দেশ দু’টি প্রায় তিন দশক ধরে মেসিডোনিয়ার নাম নিয়ে আলোচনা করছে।
এর আগে শুক্রবার (১৫ জুন) গ্রিস সরকারের কর্মকর্তারা জানান, গ্রিস সরকার ও মেসিডোনিয়া নাম পরিবর্তনের চুক্তিতে সই করবে। চুক্তিতে সাবেক যুগোশ্লাভিয়া প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে রাখা হবে ‘উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র’।
গ্রিসের উত্তরের দেশ মেসিডোনিয়া, যা সাবেক যুগোশ্লাভিয়া নামে পরিচিত। দেশটির বিপক্ষে ‘মেসিডোনিয়া’ নাম ব্যবহারের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। গ্রিসের একটি প্রদেশের নামও ‘মেসিডোনিয়া’।
তিন দশক ধরে আলোচনার পর এই চুক্তি সই করলো দেশ দু’টি। চুক্তিতে ‘উত্তর মেসিডোনিয়া’ নাম রাখার পাশাপাশি জাতীয়তা, ভাষা, সীমান্ত, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়গুলো উল্লেখ থাকছে।
১৯৯১ সাল থেকে গ্রিস ও মেসিডোনিয়ার মধ্যে নাম নিয়ে বিতর্ক চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এএইচ/এএ