কিন্তু ইসরায়েলি হামলায় পা হারানো ফিলিস্তিনি এই ফুটবলারদের গল্প যেন অন্যরকম। প্রত্যাশার কমতি তো নেই, বরং বাড়িয়ে দেয় কয়েকগুণ অনুপ্রেরণা।
সতীর্থদের সঙ্গে নেমে পড়েছেন মাঠে। গায়ে উঠেছে পছন্দের দল আর খেলোয়াড়ের জার্সি। পা নেই। দুই বগলের নিচে ক্রাচ। তাতে কি! সেই অবস্থায় সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে প্রিয় ফুটবল নিয়ে ছুটে বেড়াচ্ছেন মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ইসরায়েলের বর্বর হামলা তাদের হারাতে পারেনি। এ যেন পুরো ফিলিস্তিনিদের জীবনযুদ্ধের গল্প।
২০১৮ বিশ্বকাপ ঘিরে ফিলিস্তিনের সুপ্রিম ন্যাশনাল কমিশন আয়োজন করেছে এমন ব্যতিক্রমী ম্যাচের। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনের গাজা শহরে। এ ম্যাচে অংশগ্রহণ করেছেন ইসরায়েলের হামলায় পা হারানো ফুটবলাররা।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এএইচ/এএ