বুধবার (২০ জুন) দেশ দুটি চীনের নেপাল দূতাবাসে এ চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি অনুযায়ী, নেপালের হাউড্রোইলেকট্রিসি, পানি সম্পদ, সিমেন্ট কারখানা, ফল চাষ প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগ করবেন চীনের বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (২১ জুন) নেপালের প্রধানমন্ত্রী অলি ও চীনের লি কেপিয়াংয়ের বৈঠকের পর অতিরিক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করবে দেশ দুটি।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পাঁচ দিনের চীন সফরে আছেন। ফ্রেবুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর চীনে এটি তার প্রথম সফর এবং ভারত সফরের পর দ্বিতীয় বিদেশ সফর।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এএইচ/এনটি