মঙ্গলবার (২৬ জুন) থমসন রয়টার্স ফাউন্ডেশন এ জরিপের তথ্য উপস্থাপন করে।
নারীদের বিভিন্ন ইস্যু নিয়ে ৫৫০ জন বিশেষজ্ঞের জরিপে দেখা যায়, যৌন নিপীড়ন, মানবপাচার, বাধ্যশ্রম, জোর করে বিয়ে দেওয়া, যৌন দাসত্বসহ আরও অনেক কারণে বিশ্বে ভারত নারীদের জন্য বিপজ্জনক দেশ।
এছাড়াও অ্যাসিড নিক্ষেপ, বাল্যবিয়ে, শারীরিক অপব্যবহার, সাংস্কৃতিক ঐতিহ্য, জনন সম্বন্ধীয় কারণে অঙ্গহানি প্রভৃতি কারণে বিশ্বে দেশটি বিপজ্জনকের শীর্ষে।
জরিপে ভারতের পর বিপজ্জনক দেশ হিসেবে আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, সৌদি আরবের নামও রয়েছে। পাকিস্তান রয়েছে ষষ্ঠ অবস্থানে। আর যুক্তরাষ্ট্র রয়েছে দশম অবস্থানে।
২০১১ সালে থমসন ফাউন্ডেশনের একই জরিপে বিশ্বে ভারতের অবস্থান ছিল চতুর্থতে।
বিশ্লেষকরা বলছেন, ভারতজুড়ে নারীদের ওপর নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়েই চলছে।
দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে, ভারতে প্রত্যেকদিন প্রায় ১০০টি যৌন নিপীড়নের ঘটনার অভিযোগ করা হয় থানায়।
সংস্থাটির হিসেব অনুযায়ী, ২০১৬ সালে ৩৯ হাজার নিপীড়নের অভিযোগ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এএইচ/টিএ