মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় গেটসভিলের কোরেল মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, হাসপাতাল ভবনের একটি বর্ধিত অংশে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে পুলিশ।
বিস্ফোরণের পর ওই হাসপাতাল থেকে সবাইকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। হাসপাতালের সব রোগীকে নিকটবর্তী হ্যামিলটন হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ধসে পড়া হাসপাতাল ভবনের ছবি ও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
জানা যায়, বিস্ফোরণের পর হাসাপাতাল এবং আশেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এনএইচটি